ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে বাংলাদেশ দলের সঙ্গে দুবাইয়ে যোগ দিলেন তামিম ইকবাল। অনুশীলনে প্রথম দিনটা কাটালেন এই ওপেনার। অন্য কিছু ভাবার সুযোগ নেই। শনিবার বিকেলে এশিয়া কাপের প্রথম ম্যাচে দল মুখোমুখি হবে শ্রীলঙ্কার। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের দলের মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতির ঘাটতে রাখছে না টাইগাররা।
বৃহস্পতিবার দুবাইয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন হাথুরুসিংহের (শ্রীলঙ্কা) বিপক্ষে প্রতিশোধ নয়, বাংলাদেশ খেলবে শুধু জয়ের জন্য। ২০১৪ সালের মে মাসে ৫ বছরের চুক্তিতে বাংলাদেশ দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। তার অধীনে বেশ সাফল্য পেয়েছিল বাংলাদেশ।২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে টাইগাররা। এরপর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে। শুধু তাই নয় ২০১৬ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও খেলেছিল বাংলাদেশ।
এই সাফল্যের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দাঁড়িয়েছিলেন হাথুরু। ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর সম্পর্কেরও অবনতি হয়। সাবেক কোচের সঙ্গে ভাল স্মৃতিগুলোই মনে আছে তামিমের। বলেন, ‘আমরা তাঁর সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত কাটিয়েছি। চার-পাঁচ বছর কেউ কোচ হিসেবে থাকলে সম্পর্কের উত্থান-পতন থাকবেই। কিন্তু কোচ হিসেবে তিনি আমাদের জন্য অসাধারণ কাজ করেছেন। কেউ তাঁর এই কৃতিত্ব ছিনিয়ে নিতে পারবে না।’
প্রথম ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে তামিম আরো বলেন, ‘অবশ্যই আমরা আমাদের সাবেক কোচকে হারাতে চাই। তবে খুব ভালো মানসিকতা নিয়ে-প্রতিশোধ নেওয়ার জন্য নয়।শুধু তাকে হারানোর কথা ভাবলে কাজ হবে না। খুব ভালো ক্রিকেট খেলার ব্যাপারে অবশ্যই মনঃসংযোগ করতে হবে।’
Discussion about this post