বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার আবাহনীকে ৫৮ রানে হারিয়েছে প্রাইম দলেশ্বর। ম্যাচে তিন সেঞ্চুরি আর জোড়া ৫ উইকেটের ম্যাচ হয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মেধাবী তরুণ মমিনুল আর লঙ্কান রওশন সিলভার জোড়া সেঞ্চুরিতে ৩২০ রান করে প্রাইম দলেশ্বর। মমিনুল ও রওশন চতুর্থ উইকেটে রেকর্ড ২৭৬ রানের জুটি গড়েন। মমিনুলের ১২৯ আসে ১২২ বলে। আর রওশন ১৪০ করেন ১২৭ বলে।
জবাবে ব্যাট করতে নেমে ওই সংগ্রহকে চ্যালেঞ্জ জানাতে পারেনি আবাহনী ব্যাটসম্যানরা। শাহরিয়ার নাফীস (১) ও নাজিমউদ্দিন (১) শুরুতে ফিরে যান। এরপর তরুণ মোসাদ্দেক ও লঙ্কান থারাঙ্গা পারানাভিতানা চেষ্টা করলেও সফল হননি। থারাঙ্গা ৯২ বলে ৮১ আর মোসাসাদ্দেক ১০৬ বলে ১০০ রানে ফিরলে আবাহনীর হার নিশ্চিত হয়ে ওঠে। প্রথম ম্যাচের মতো টানা দুই খেলায় ৫ উইকেট দখল করেও দিনশেষে হতাশায় পেসার আল-আমিন। তবে সমান ৫ উইকেট শিকার করে দলকে জেতালেন ফরহাদ রেজা।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দলেশ্বর : ৩২০/৬, ৫০ ওভার (মেহেদী ১২, সাম্পাত ১৫, মমিনুল ১২৯, রওশন সিলভা ১৪০, আল-আমিন ৫/৬৫)।
আবাহনী : ২৬২/৯, ৪৮.৪ ওভার (থারাঙ্গা ৮১, মোসাদ্দেক ১০০, জানকা ১২, তাপস ঘোষ ২২; ফরহাদ রেজা ৫/৫১, সোহাগ গাজী ২/৪২)।
ফল : প্রাইম দলেশ্বর ৫৮ রানে জয়ী।
Discussion about this post