ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থেই তিনি ভবিষ্যত ক্রিকেটারদের সামনে এক অনন্য উদাহরন। আদর্শ। ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে বিতর্ক স্পর্শ করতে পারে নি তাকে। এমন কী মাঠেও অসাধারন ক্রিকেটের পসরা সাজিয়ে যাচ্ছেন এই পড়ন্ত বেলাতেও। তার সেই সাফল্যের রহস্যটা অবশ্য সবারই জানা। পরিশ্রম আর হার মানা লড়াই!
দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় যুগ পার করেছেন মাশরাফি। ইনজুরিতে পড়ে সাতবার ধরনের অস্ত্রোপচার করেছেন। কিন্তু তার বোলিংয়ে সেই ধার কমেনি। রান আপ কিংবা গতি কমলেও কৌশল আর মেধা দিয়ে ঠিকই প্রায় প্রতি ম্যাচেই মিলছে সাফল্য।
ওয়ানডে অধিনায়ককে এখন খুব কাছ থেকে দেখছেন কোর্টনি ওয়ালশ। জাতীয় দলের বোলিং কোচ। তিনি মাশরাফিতে মুগ্ধ। তরুনদের সঙ্গে পাল্লা দিয়ে এখনো মাশরাফি কী করে সাফল্য পাচ্ছেন তার রহস্যটা জানা হয়েছে এই ক্যারিবীয় কিংবদন্তি পেসারের।
মিরপুরের শেরে বাংলায় শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘মাশরাফির অভিজ্ঞতা ও ওর স্কিলসেট অন্যদের থেকে অনেক আলাদা। আরও ভালো। বরাবরই সে দারুণ এক ফাস্ট বোলার। ইনজুরি না থাকলে এখনও হয়ত সে টেস্ট ক্রিকেট খেলত। আমি এখানে আসার পর প্রথমে ওকে এটাই বলেছিলাম, -এখনও তো তুমি টেস্ট ক্রিকেট খেলতে পারো। কিন্তু ইনজুরির কারণে সব সংস্করণ খেলতে পারছে না। অনেক বছর ধরেই বাংলাদেশের জন্য যে খুবই উঁচু মানের পেস বোলার।’
কিভাবে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখছেন মাশরাফি? এর উত্তরে কোর্টনি ওয়ালশ বলেন, ‘দেখুন, আমি মনে করি, সে যতটা করতে পারে, তার পুরোটাই সে করতে চায়। তরুণদেরও এই ক্ষুধা থাকতে হবে। তরুণদের মাঠে নেমে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে হবে। ম্যাশ তার পারফরম্যান্সকে আত্মসম্মান হিসেবে দেখে। সেখানেই আমি মনে করি অন্যদের সঙ্গে বড় পার্থক্য। সে তার ক্ষুধাটা ফুটিয়ে তোলে, সে পারফর্ম করতে চায়, ভালো করতে চায়, লড়াই করতে চায়।’
আর সেই লড়াইয়ের পথ ধরেই মিলছে সাফল্য। মাশরাফি হয়েছে উঠেছেন অনন্য।
Discussion about this post