ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ ক্রিকেটের দলে আছেন তিনি। নিউইয়র্কে ছুটি কাটিয়ে আগামী রোববার দুবাইয়ে মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। কিন্তু তারপরও তাকে নিয়ে বিস্তর আলোচনা। সাকিব আল হাসান কি সত্যিই খেলবেন সংযুক্ত আরব আমিরাতে? তিনি কি ফিট? এই প্রশ্নের উত্তর যেন কারোরই জানা নেই। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শুক্রবার বললেন, ‘সাকিব ইস্যুতে কোন খবর নেই আমাদের কাছে। ও সার্জারিতে যাবে, এসব নিয়ে অনেক কথা হচ্ছে। ডাক্তারের কাছ থেকে আমরা কোন আপডেট পাই নি। আমরা জানি ও খেলার মত ফিট রয়েছে। আশা করি সাকিব পুরো টুর্নামেন্টে খেলতে পারবে।’
যদিও সাকিব নিজে ঢাকার একটি দৈনিককে বলছিলেন, তিনি ২০ থেকে ৩০ ভাগ ফিট। তবে সেই কথায় আস্থা রাখেননি দলের কোচ স্টিভ রোডস। তার বিশ্বাস সাকিব খেলতে পারবেন। এনিয়ে অবশ্য স্পষ্ট কিছু বলতে পারছেন না তিনি। মিনহাজুল বলেন, ‘মুমিনুলকে নেয়া হয়েছে কারণ নাজমুল হোসেন শান্তর আঙ্গুলে একটু ব্যথা রয়েছে। পুরো ফিট হতে ওর পাঁচ দিনের মত সময় লাগতে পারে। তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোন সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোন সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোন সমস্যা হয়, তাহলে ব্যাকআপ হিসেবে মমিনুলকে নেয়া।’
সাকিব, তামিম আর শান্ত ইনজুরিতে। তারপরও অবশ্য আশাবাদীই আছেন প্রধান নির্বাচক নান্নু।বলেন, ‘দলে যে কারো ইনজুরি হতেই পারে। এটা খেলারই অংশ। আমাদের ফিজিও’র রিপোর্টে তেমন কোন বাজে খবর নেই। ওদের রিকভারি হচ্ছে। সেই হিসেবে আমরা ভালোই আত্মবিশ্বাসী, আশা করি টুর্নামেন্টে আমরা ভালো করব।’
তামিম চোটে থাকলে খেলতে পারবেন না ১৫ সেপ্টেম্বর প্রথম ম্যাচে। তখন ওপেনিংয়ে কে থাকবেন? এনিয়ে মিনহাজুল বলেন, ‘বিকল্প কোন চিন্তাভাবনা আমাদের নেই। ফিজিও, ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে। এবং সবাই আত্মবিশ্বাসী। একটা বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভাল মত জিততে পারি তাহলে অনেক দূর যাবো।’
বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে দেশ ছাড়বে রোববার। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন।
Discussion about this post