ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এশিয়া কাপ খেলতে রোববার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এবার ওয়ানডে ফরম্যাটে আসর জমবে সংযুক্ত আরব আমিরাতে। কিন্দু দেশ ছাড়ার আগেই একের পর এক দুঃসংবাদ। ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজম্যান্ট আর ভক্তরা।
ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত অনুশীলনে চোট পান হাতে।ওপেনার তামিম ইকবালের আঙুলে ব্যথা। জানা গেছে দলের আস্থার প্রতীক তামিমের চোট গুরুতর। ছোট্ট চিড় ধরা পড়েছে তার ডান হাতের অনামিকায়। ধারণা করা হচ্ছে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে মাঠে পাওয়া যাবে না। সাকিব আল হাসানের ইনজুরিটা পুরনো। বেশ কিছুদিন ধরে পেইন কিলার নিয়ে খেলছেন তিনি। এশিয়া কাপেও ব্যথানাশক নিয়ে নামতে হবে এই অলরাউন্ডারকে।
এঅবস্থায় তামিমের দুঃসংবাদ ভাবাচ্ছে। তিনি ইনজুরিতে পড়েন সপ্তাহখানেক আগে। ফিল্ডিং অনুশীলনে পাওয়া সেই চোট শুরুতে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। এরপর ব্যথা না কমায় দ্রুত স্ক্যান করানো হয়। জানা যায় আঙুলে ‘ক্র্যাক।’ আগামী প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপে লড়াই শুরু টাইগারদের। হাতে সময় তেমন একটা নেই।
চোট সামলে প্রথম ম্যাচে নামা কঠিন তামিমের। এশিয়া কাপে প্রথম ম্যাচটা হয়তো মিস করবেন তিনি। আরেক ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং অনুশীলনে আঙুলে চোট পান। তার খেলা নিয়েই দুশ্চিন্তা আছে।
এই ইনজুরির মিছিলের কথা ভেবেই এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে ডাক পেলেন ব্যাটসম্যান মুমিনুল হক। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে ছিলেন তিনি। তবে খেলার সুযোগ পাননি। ২০১৫ বিশ্বকাপের পর আবারো ওয়ানডে জার্সিতে দেখা যেতে পারে তাকে।
এশিয়া কাপে বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, মুমিনুল হক।
Discussion about this post