ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ড্যানিয়েল ভেট্টোরির বিকল্প খুঁজে নিয়েছে রাজশাহী কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে দ্বায়িত্ব দিয়েছে তারা। ২০১৯ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটের দায়িত্বে থাকবেন ভেট্টোরি। এ কারণেই রাজশাহী বিকল্প খুঁজে নিয়েছে।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে রাজশাহী কিংস জালিখেছে , ‘সামনের বিপিএলের আসরে ‘দ্য জুলু’ খ্যাত ল্যান্স ক্লুজনারকে আমাদের নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্ববোধ করছি। নিজের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ক্লুজনার। ব্যাট কিংবা বল দুটোতেই দুর্দান্ত ফিনিশিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। এক সময় বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে ফেভারিট ছিলেন তিনি। এরপর তিনি জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেন। দক্ষিণ আফ্রিকার দল ডলফিন এবং লুসিয়া কোভাই কিংসের কোচ হিসেবে টিএনপিএলে কাজ করেছেন ক্লুজনার।’
২০১৬ সালে নতুন ফ্যাঞ্চাইজির অধীনে রানার্স আপ হয়েছিল রাজশাহী। গত মৌসুমের পর কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ছিলেন দ্বায়িত্বে। যদিও সেরা চারে উঠতে পারেনি দল।
Discussion about this post