ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মনে হচ্ছিল- ক্যারিয়ারটা শেষই হয়ে যাচ্ছে লাসিথ মালিঙ্গার। এক বছর ধরে নেই জাতীয় দলে। অফ ফর্ম আর ইনজুরি নিয়েও কোনাঠাসা ছিলেন তিনি। কিন্তু এবার চন্ডিকা হাথুরুসিংহে আস্থা রাখলেন। এশিয়া কাপের জন্য ঘোষিত দলে তাকে রেখেছেন শ্রীলঙ্কান কোচ।
এ বছর পর আবারো জাতীয় দলে ফিরলেন ৩৫ বছর বয়সী মালিঙ্গা। নিজেকে ফের প্রমাণের সুযোগ মিলল এই পেসারের।
সংযুক্ত আমিরাতে এশিয়া কাপে দলে আছেন দানুশকা গুনাথিলাকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলার সময় শৃঙ্খলা ভেঙে আলোচিত হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞা বয়ে বেড়াচ্ছিলেন তিনি। সেই শাস্তি শেষ হতেই তাকে দলে ফেরালেন হাথুরু।
১৬ সদস্যের শ্রীলঙ্কান দলে এছাড়া তেমন কোন চমক নেই। নেতৃত্বে থাকবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ।
দুবাই আর আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা আছে ‘বি’ গ্রুপে। তাদের অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ এবং আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশের সঙ্গে লড়বে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার এশিয়া কাপ দল-
অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কুশাল পেরেরা, কুশল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আফোনসো, কাসুন রাজিথা, সুরাঙ্গা লাকমল, দুশমান্থ চামিরা ও লাসিথ মালিঙ্গা।
স্ট্যান্ডবাই : শিহান মধুশঙ্ক, নুয়ান প্রদীপ, লাকসান সান্দাকান, শিহান জয়সুরিয়া ও নিরোশান ডিকভেলা।
Discussion about this post