ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বিতীয় দিনের অনুশীলনটাও বেশ উপভোগ করলেন ক্রিকেটাররা। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর হোম অব ক্রিকেটে এখন ব্যস্ত বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মঙ্গলবার ফিল্ডিং সেশনে ক্যাচ ধরার নতুন একটা কৌশল রপ্ত করিয়েছেন হেড কোচ স্টিভ রোডস। সীমানার ধারে দাঁড়িয়ে এনামুল হক বিজয়-লিটন কুমার দাসরা। একেজনের নাম ধরে ডেকে ক্যাচ ছুঁড়ে দেন কোচ। খানিক দৌড়ে এসে ক্যাচ ধরছেন ক্রিকেটাররা।
অবশ্য শর্ত ছিল ক্যাচ ধরতে হবে একহাতে। এই চ্যালেঞ্জে সবচেয়ে সফল মেহেদি হাসান মিরাজ। অনুশীলনে ফিল্ডিংয়ের এই কৌশল নিয়ে দিন শেষে তিনি বলেন, ‘দেখুন, এক হাতে ক্যাচ ধরতে পারলে ব্যালান্সটা ঠিক রাখা যায়। জানা কথা যে এক ক্যাচ ধরা বেশ কঠিন। আমরা ফিল্ডিংয়ে সেই কঠিন কাজটাই সেরে নিচ্ছি। কঠিন পদক্ষেপটা বশে আনতে পারলে সহজটা তখন আরও সহজ মনে হবে।’
এবারই প্রথম এশিয়া কাপে খেলবেন মিরাজ। দুই বছর জাতীয় দলে খেলা এই অলরাউন্ডার এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলেন, ‘দলের প্রয়োজনে যখন যেটা করতে হবে সেটাই করবো। দলের প্রয়োজনে পাওয়ার-প্লে’তে বোলিং করতে হলে কীভাবে ব্যাটসম্যানকে রান করা থেকে থামিয়ে রাখব, উইকেট আদায় করতে পারব; মিডল ওভারে কীভাবে বল করব, এইভাবে পরিকল্পনা করেই বল করি। এছাড়া ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই।’
এশিয়া কাপ আসর এবার বসবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে বলেন, ‘এশিয়া কাপ আমার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে আমি এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে ভালো কিছু করার। এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতে, যদি সুযোগ পাই অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি ওখানে, উইকেট সম্পর্কে একটু হলেও ধারনা আছে। সব ঠিক থাকলে ভালো করার চেষ্টা করব আমি।’
Discussion about this post