ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা বিরতি শেষে আবারো প্রাণ ফিরে পেল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। হোম অব ক্রিকেটে এশিয়া কাপ শুরুর আগে সোমবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি। এদিন শুরুতেই ছিল চমক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর রবি’র সম্পর্ক শেষ। তাইতো প্রথম দিন ক্যাম্পে যোগ দেয়া সব ক্রিকেটারদের গায়ে ছিল অনুশীলন জার্সি।
মোবাইল সেবাদানকারি প্রতিষ্ঠান রবি’র সেই লাল-সবুজ জার্সির জায়গায় ভিন্ন রঙের জার্সি পরে অনুশীলনে নেমেছেন সৌম্য সরকার-মুস্তাফিজরা।
এশিয়া কাপের কন্ডিশনিং ক্যাম্পের প্রথমদিন থেকেই ক্রিকেটাররা রবি’র লোগো সম্বলিত জার্সি, ক্যাপ বা অনুশীলন কিটস ক্রিকেটারদের ব্যবহার করতে না হয়- এজন্য আগের রাতেই নির্দেশনা দেয় বিসিবি। যে কারণেই নতুন জার্সিতে দেখা মিলল ক্রিকেটারদের।
সোমবার সকাল ৯টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে রিপোর্টিং শুরু করে স্কোয়াডে থাকা ৩১ জনের মধ্যে ২৯ ক্রিকেটার। সাকিব আল হাসান পবিত্র হজ করতে এখন আছেন সৌদি আরবে। আর মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগে।
এ অবস্থায় বৃহস্পতিবার পর্যন্ত কেবল ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। শুক্রবার একদিন বিশ্রাম নিয়ে শনিবার থেকে শুরু ব্যাটিং-বোলিংয়ের অনুশীলন। শুরুতে স্কিল ট্রেনিং না থাকায় প্রস্তুতি ক্যাম্প শুরুর পরেই দলের সঙ্গে যোগ দেবেন প্রধান কোচ স্টিভ রোডস।
Discussion about this post