ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়ের সঙ্গে মানিয়ে নিতে চট জলদিই স্কুলে পা রাখল সাকিব আল হাসানের কন্যা। বয়স মাত্র ২ বছর ৯ মাস। এর মধ্যেই আলাইনা হাসান অউব্রি যুক্তরাষ্ট্রের একটি প্রি-স্কুলে ভর্তি হয়েছে। ১৬ আগস্ট ছিল স্কুলে অউব্রির প্রথম দিন।
প্রথম দিনটা আনন্দেই কেটেছে সময়। অউব্রিকেও পড়াশোনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রি-স্কুলে ভর্তি করেছেন সাকিকের স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রি-স্কুলে কন্যার প্রথম দিন কাটানোর বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করেন শিশির।
সেখানেই ভক্তদের সঙ্গে কন্যার প্রথম দিনের স্কুল অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সাকিব পত্নী। এমনিতে মা শিশির প্রায় প্রতিদিনই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অউব্রির নানা ছবি পোস্ট করে থাকেন। একইভাবে বাবা সাকিবও নানা সময় ছবি দেন কন্যার।
সাকিব এখন পবিত্র হজ পালন করতে আছেন সৌদি আরবে। হজ পালন শেষে দেশে ফিরে হাতে অস্ত্রোপচার করার কথা তার। আর সেটা হলে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ মিস করবেন সাকিব।
Discussion about this post