ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশের ফুটবলে নারীরা যখন দাপটে এগিয়ে যাচ্ছে তখন ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এসেছে পুরুষরাও। ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমসে ইতিহাস গড়েছে দলের ফুটবলাররা। রোববার শক্তিশালী কাতারের বিপক্ষে ১-০ গোলের জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতারকে হারিয়ে বিস্ময় উপহার দিয়েছে বাংলাদেশের ফুটবলাররা। র্যাংকিংয়ে কাতার ৯৮তম, বাংলাদেশ ১৯৪তম স্থানে। সেই দলটাকেই হারিয়ে এবারই প্রথম এশিয়ান গেমসে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ১৬-তে উঠেছে বাংলাদেশ।
জাকার্তার পাকানসারি স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে ইনজুরি সময়ে জামাল ভুঁইয়ার গোলে এই ইতিহাস গড়া জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মাসুক মিয়া জনির পাস বল পেয়ে গোল করেন জামাল। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে কাতার রক্ষণভাগে বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশ অধিনায়ক। অসাধারন এক শটে পেয়ে যান জয়সূচক গোল।
এনিয়ে ৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ১৬-তে জায়গা পেল বাংলাদেশ। সর্বোচ্চ ৯ পয়েন্টে নিয়ে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠেছে উজবেকিস্তান।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ০-৩ গোলে হারে দল। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। আর শেষ ম্যাচে এসে চমক জাগিয়ে তুলে নেয় মনে রাখার মতো এক জয়।
Discussion about this post