ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দ্বায়িত্ব নিয়েই ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখে পড়েছিলেন তিনি। বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ৪৩ রানে অলআউট। এরপর টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের যন্ত্রণা। কিন্তু এরপরই ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। দল এভাবে বদলে যাওয়ায় দারুণ খুশি বাংলাদেশ দলের নতুন হেডকোচ স্টিভ রোডস। বৃহস্পতিবার দেশে ফিরে জানালেন সাকিবদের নিয়ে গর্বিত তিনি।
হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে রোডস বলেন, ‘দেখুন, টেস্ট সিরিজটি কঠিন ছিল। বেশ ভুগতে হয়েছে আমাদের। কিন্তু ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি সন্তুষ্ট। ওয়ানডে সিরিজ জিতব বলে আমাদের আশা ছিল আগেই। সেটি পূরণ করতে পারা ছিল দারুণ। টি-টোয়েন্টি সিরিজ এসেছে বিস্ময় হয়ে। শেষ দুটি ম্যাচে আমরা সত্যিই ভালো খেলেছি। দুটি ট্রফি জিততে পেরে উচ্ছ্বসিত আমি।’
ওয়ানডে আর টি-টুয়েন্টির দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের অবদান কথাও বললেন তিনি। সাবেক এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘ওয়ানডে আর টি-টুয়েন্টিতে দুই অধিনায়কই বোলারদের সামলেছে। দারুণ কিছু স্পিনার রয়েছে আমাদের। সত্যি বলতে, পেসাররাও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি কার্যকর ছিল। আমি খুবই খুশি। এখন টেস্ট ম্যাচের জন্য কিছু দ্রুতগতির ও লম্বা পেসার খুঁজে বের করতে হবে।’
এখন টেস্টে ব্যাটসম্যানদের কাছেও রান চাইছেন রোডস। জানান, ‘ টেস্ট ম্যাচে আমাদের ব্যাটিং দৈন্যতা বেশ ফুটে উঠেছে। টেস্ট ম্যাচের ব্যাটিংয়ে উন্নতি করতে আমাদের একটু আঁটসাঁট হতে হবে। তবে আমাদের দারুণ সব ক্রিকেটার আছে। দেশের বাইরে স্রেফ কন্ডিশন ও প্রতিপক্ষের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে।’
রোডসের সামনে এবার এশিয়া কাপ। এখানে ভাল কিছু করার জন্য ঈদের পরই শুরু হবে তার প্রস্তুতি।
Discussion about this post