ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাঁচ সিনিয়র ক্রিকেটারকে ছাড়াই ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাস্ট্র সফর শেষে ঢাকায় ফেরার কথা টাইগার ক্রিকেটারদের। কিন্তু দলের সঙ্গে আসছেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাশরাফি বিন মর্তুজা যুক্তরাস্ট্রে পরিবার নিয়ে আগেই ছুটি কাটাচ্ছেন।
তামিম ইকবাল এবং মুশফিকুর রহীম থেকে যাচ্ছেন যুক্তরাস্ট্রে। আরো কিছুদিন সেখানেই সময় কাটবে। সাকিব আল হাসানের স্ত্রী-সন্তান যুক্তরাস্ট্রের নাগরিক। তাদের সঙ্গে সময় কাটবে তার। এরপর পবিত্র হজ যাওয়ার কথা টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের।
ওয়েস্ট ইন্ডিজের পার্ট শেষে সিরিজের শেষ দুটো টি-টুয়েন্টি ম্যাচ যুক্তরাস্ট্রের ফ্লোরিডায় খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকেই ফিরছেন সৌম্য সরকার-সাব্বির রহমানরা।
মাহমুদউল্লাহ রিয়াদ যাচ্ছেন ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে। তার সঙ্গে সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল এই টুর্নামেন্টে। পবিত্র হজ পালনের জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবারের সিপিএলে ‘সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টসের’ হয়ে মাঠে নামবেন রিয়াদ। নিলামে ৭০ হাজার ডলার দিয়ে তাঁকে কিনেছে এই দল। এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত খেলবেন তিনি।
৮ আগষ্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের ষষ্ঠ আসর। শেষ হবে ১৬ সেপ্টেম্বর।
Discussion about this post