ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ সাফল্য পেয়েছেন তিনি। বল হাতে আগের সেই ছন্দে মুস্তাফিজুর রহমান। এমন সাফল্যে খুশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর মুম্বাই ইন্ডিয়ানস নিজেদের অফিশিয়াল টুইটার পেজে লেখা হল, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে ৮ উইকেট। মুস্তাফিজুর রহমান সিরিজটা শেষ করেছে শীর্ষ উইকেট সংগ্রাহক হিসেবে। বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ও।’
আইপিএল গতবার মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু সাফল্য তেমন মিলেনি। ৭ ম্যাচে মাত্র ৭ উইকেট। একইসঙ্গে চোট নিয়ে ফিরেন দেশে।
মুস্তাফিজ দেশে ফিরেন চোট নিয়ে। আবারো চোট নিয়ে ফেরায় ক্ষুব্ধ হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি এই ক্রিকেটারকে অন্তত দুই বছর কোন বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগ না খেলতে পরামর্শ দিয়েছেন। এরই পথ ধরে আগামী আইপিলে নাও দেখা যেতে পারে দ্য ফিজকে।
এবার অবশ্য ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরেছেন মুস্তাফিজ। তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি মিলিয়ে ৬ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। সেই পুরনো দ্য ফিজের দেখা মিলেছে।
Discussion about this post