ক্রিকবিডি২৪.কম ডেস্ক
পাকিস্তানি ক্রিকেটারদের জন্য সুখবর। ৩ বছরের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির আওতায় ৩৩ জন ক্রিকেটারের নাম ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের বেতনও বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। এ, বি, সি, ডি, ই— এই পাঁচ ক্যাটাগরিতে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে বোর্ড।
দেখে নিন কে কোন ক্যাটাগরিতে-
‘এ’ ক্যাটাগরি : আজহার আলী, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির।
‘বি’ ক্যাটাগরি : ফখর জামান, ফাহিম আশরাফ, শাদাব খান, আসাদ শফিক, মোহাম্মদ হাফিজ, হাসান আলী।
‘সি’ ক্যাটাগরি : ওহাব রেজা, শান মাসুদ, হারিস সোহেইল, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, উসমান শিনওয়ারি, ইমাদ ওয়াসিম, জুনাইদ খান, মোহাম্মদ আব্বাস।
‘ডি’ ক্যাটাগরি : রুম্মান রাইস, আসিফ আলী, উসমান সালাহউদ্দিন, হুসাইন তালাত, রাহাত আলী।
‘ই’ ক্যাটাগরি : বিলাল আসিফ, সাদ আলী, মির হামজা, উমাইদ আসিফ, মোহাম্মদ রিজওয়ান, সাহেবজাদা ফারহান, শাহেন শাহ আফ্রিদি।
Discussion about this post