ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
স্বপ্নের মতো সময় কাটাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাত্র ৪৫ দিনের ব্যবধানে টানা তিনটি শিরোপা জিতেছে টাইগ্রেসরা। এশিয়া কাপ, এরপরই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ অার সবশেষে টি-টুয়েন্টি বাছাই পর্বের ট্রফি। এই সাফল্যের পথ ধরে আরেকটি সুখবরের অপেক্ষায় সালমা খাতুন আর রুমানা আহমেদরা। টেস্ট মর্যাদার দাবী এখন করতেই পারে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এনিয়ে ভাবতে শুরু করেছে। বুধবার প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘জাহানারা-রুমানারা যদি তাদের বর্তমান সাফল্যের ধারা আগামীতেও অব্যাহত রাখতে পারেন। তবে আগামী দুই এক বছরের মধ্যেই আইসিসি বরাবর নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদার জন্য আবেদন করবে বিসিবি।’
তার আগে অবশ্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে নারী ক্রিকেটারদের। এ অবস্থায় শারিরীক সক্ষমতার ওপরে জোর দিতে বলছেন বিসিবির প্রধা্ন নির্বাহী। তিনি জানালেন, ‘দেখুন, নারী ক্রিকেট দলের টেস্ট মর্যাদার বিষয়টি আমরা ফোকাস করবো। এ অবস্থায় সবার আগে তাদের শারিরীক সক্ষমতার ওপরে জোর দিতে হবে। আর এই বিষয়টি মাথায় রেখে আমরা কোচিং স্টাফ নিয়োগের কথা ভাবছি।’
গত কয়েক মাসের ব্যবধানে সালমা-রুমানাদের জন্য হেড কোচ, সহকারি কোচ ও ফিজিও নিয়োগ দিয়েছে বিসিবি। দলটির উন্নয়নে বেশ গুরুত্বের সঙ্গে আরো কিছু সিদ্ধান্ত নেবে বিসিবি।
তবে সামনে শুধুই বিশ্বকাপ ভাবনা। নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এখন আসল লড়াইয়ে ঝড় তোলার অপেক্ষায় সালমারা। যদিও এখন পুরো দল আছে ছুটির মেজাজে। ছুটি কাটিয়ে শুরু হবে প্রস্তুতি। বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ খেলার সম্ভাবনাও আছে।
Discussion about this post