ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেলেন মারকুঠে ওপেনার তামিম ইকবাল। তাতেই গাজী ট্যাংকের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৪৯.২ ওভারে অলআউট হয়ে করে ২৪৬ রান। এরপর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী ট্যাংক। ২৩ ওভারে ৫৪ রান তুলতেই ৭ উইকেট শেষ! এরপর বৃস্টির কারনে খেলা বন্ধ থাকে কিছু সময়। বৃষ্টির পর ডাক-ওয়াথ লুইস ম্যাথডে লক্ষ্য দাড়ায় ৩৮ ওভারে ২৪৪ রান। কিন্তু ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১০৭ রান। ব্রাদার্স ম্যাচ জেতে ১৩৬ রানে।
প্রথম ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে উড়িয়ে দিয়ে রোববার বিকেএসপিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে গাজী ট্যাংক ক্রিকেটার্স। ম্যাচে ৯২ বলে ১০০ রান করে সাজঘরের পথ ধরেন ব্রার্দাসের তামিম। ১১টি চার ও ৩টি বিশাল ছক্কা ছিল তার ইনিংসে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তারই বড় ভাই নাফিস ইকবাল ৮৩ বল খেলে করেন ৩৮ রান। অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৩ রান করে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে ধরেন প্যাভিলিয়নের পথ। দলের পাকিস্তানি তারকা আজহার মাহমুদ ২৪ বল খেলে ৩৩ রান করে সেই রুবেলের শিকার হন।
প্রথম ম্যাচে ৬ উইকেট শিকারের পর রোববারও সাফল্য পেলেন রুবেল। এবার নিলেন ৩৭ রানে ৫ উইকেট। স্কট স্টাইরিস ৪.১ ওভার বল করে কোন উইকেট পাননি। ২ উইকেট নিয়েছেন আরাফাত সানি।
সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স : ২৪৬/১০, ৪৯.২ ওভার (তামিম ১০০, ইমতিয়াজ ১৬, নাফিস ৩৮, ম্যাথুস ১৩, আজহার মাহমুদ ৩৩, মেহরাব জুনিয়র ১২; রুবেল হোসেন ৫/৩৭, আরাফাত সানি ২/৪৭)।
গাজী ট্যাংক : ১০৭/৯, ৩৮ ওভার (আফতাব ৩৬, নূর হোসেন ১০, নাঈম জুনিয়র ১৩*, রুবেল ১৮*; আজহার মাহমুদ ২/৫, সানজামুল ২/২৫, ইমতিয়াজ তান্না ২/৫)। ফল : ব্রাদার্স ১৩৬ রানে জয়ী। ম্যাচসেরা : তামিম ইকবাল।
Discussion about this post