ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
সেই একই অবস্থা। ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও টাইগা্র ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। এরই পথ ধরে আড়াই দিনেই হারের শঙ্কায় সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ইনিংসে ৬২ রান তুলতেই শেষ ৬ উইকেট। সফরকারী ব্যাটসম্যানদের জন্য অ্যান্টিগার উইকেট বধ্যভূমি হয়েই থাকল।
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আতঙ্কের অন্যনাম ছিলেন কেমার রোচ। আর দ্বিতীয় ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েলের সামনে অসহায় ব্যাটসম্যানরা। টেস্টের ২য় দিন শেষে ৬ উইকেটে ৬২ রান তুলে আরেকটি বড় বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে দল।
এর আগে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বৃহস্পতিবার ২ উইকেটে ২০১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্দ দলটি প্রথম ইনিংসে তুলে ৪০৬ রান।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখানেও কেউ লড়তে পারেন নি। তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৩ রান। এই রান করার পথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছেন ৪ হাজার রান। অন্যরা আসা-যাওয়াতেই ব্যস্ত রাখেন নিজেদের। মাহমুদউল্লাহ ১৫* ও সোহান ৭* দিনশেষে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এর আগে বল হাতে একটা কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজের জেসন হোল্ডারকে ফিরিয়ে ছুঁয়েছেন ৫০ টেস্ট উইকেট। বাংলাদেশের হয়ে ২০০৪ সালে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ডে স্পর্শ করেন মোহাম্মদ রফিক। সমান ১৩ টেস্টে এই মাইলফল ছুঁয়ে রফিকের রেকর্ড ছুঁয়ে ফেলের মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩/১০ ও ২য় ইনিংস: ১৮ ওভারে ৬২/৬ (তামিম ১৩, লিটন ২, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ১২, মাহমুদউল্লাহ ১৫*, মিরাজ ২, সোহান ৭*; গ্যাব্রিয়েল ৪/৩৬, হোল্ডার ২/১৫, কামিন্স ০/১০)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৭.৩ ওভারে ৪০৬ (আগের দিন ২০১/২) (ব্র্যাথওয়েট ১২১, বিশু ১৯, হোপ ৬৭, চেইস ২, ডাওরিচ ৪, হোল্ডার ৩৩, রোচ ৩৩, কামিন্স ১*, গ্যাব্রিয়েল ৫; আবু জায়েদ ৩/৮৪, রুবেল ০/৪৪, কামরুল ১/৬৯, সাকিব ২/৭১, মিরাজ ৩/১০১, মাহমুদউল্লাহ ১/১৮, মুমিনুল ০/৮)।
Discussion about this post