ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
প্রথম ম্যাচেই আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর সমালোচনার তোপে আছে আর্জেন্টিনা। সেই ম্যাচে পেনাল্টি মিস করে আরো বেশি সমালোচিত লিওনেল মেসি। সব মুছে ফেলার দিন আজ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামছে। প্রতিপক্ষ ইউরোপের দল ক্রোয়েশিয়া। এই ম্যাচে জয় চাই মেসিদের। না হলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার পথটাই কঠিন হয়ে যাবে দলটির।
সন্ধ্যায় ডেনমার্কের সঙ্গে অস্ট্রেলিয়ার লড়াই। তারপর রাতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স খেলবে পেরুর সঙ্গে। এই ম্যাচে জিতলে ফরাসিরা পেয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের টিকিট।
রাশিয়া বিশ্বকাপে বৃহস্পতিবারের তিনটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনে। কারা দেখাচ্ছে খেলা তিনটি চলুন দেখে নেই।
ডেনমার্ক-অস্ট্রেলিয়া
সরাসরি, সন্ধ্যা ৬টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন ও সনি টেন টু
ফ্রান্স-পেরু
সরাসরি, রাত ৯টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন ও সনি টেন টু
আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া
সরাসরি, রাত ১২টা
বিটিভি, নাগরিক টিভি, মাছরাঙা
সনি ইএসপিএন ও সনি টেন টু
Discussion about this post