ক্রিকবিডি২৪.কম ডেস্ক:
সময়ের আলোচিত তারকা তিনি। গত কয়েক বছর ধরেই ক্লাব ফুটবলে ঝড় তুলছেন। সেই তারকা ফুটবলারটিকে ঘিরে রাশিয়া বিশ্বকাপে স্বপ্নের জাল বুনছিলেন ভক্তরা। কিন্তু ইনজুরি সব শেষ করে দিল। প্রথম ম্যাচটাতে মাঠের বাইরে ছিলেন। দ্বিতীয় ম্যাচে ফিরে কিছুই করা হল না। পেনাল্টি থেকে একটা গোল করলেন বটে, কিন্তু জেতাতে পারলেন না মিসরকে। চোখের জলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হল মোহাম্মদ সালাহ’র দলের।
রাশিয়ার বিপক্ষে বুধবার চোট কাটিয়ে মাঠে ফেরেন সালাহ। পেলান্টি থেকে মিশরকে গোলও এনে দেন তিনি। কিন্তু শেষটা জয়ে রাঙাতে পারলেন না। রাশিয়ার কাছে দলটি হেরে বসে ২-১ ব্যবধানে। তবে তৃতীয় মিশরীয় তারকা হিসেবে বিশ্বকাপে গোল করার নজির গড়েন তিনি। ১৯৩০ সালে আবেদ এল ঘানি আর ১৯৩৪ বিশ্বকাপে আবদেলরহমান ফাওজির পর দেশের জার্সি গায়ে বিশ্বকাপে গোল করলেন সালাহ।
প্রথম ম্যাচে সৌদি আরব, এবার মিসরকে বিধ্বস্ত করে শেষ চলতি বিশ্বকাপের শেষ ষোলো প্রায় নিশ্চিত করে ফেলেছে রাশিয়া। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৬। এদিন সালাহ ছিলেন নিষ্প্রভ। মাত্র ১৮ বার বল ছুঁতে পারেন এই ফরোয়ার্ড। শট মাত্র একটি। লিভারপুরের সেই মহাতারকাকে এখানে খুঁজে পাওয়া যায়নি। হয়তো ইনজুরি ঠিকঠাক মতো সামলে উঠতে পারেন নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাওয়া ইনজুরিটাই বিশ্বকাপ বিবর্ন করে দিল তার!
Discussion about this post