বুধবার সন্ধ্যায় ঢাকায় পা রাখেন তিনি। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সোজা চলে যান বগুড়া। বৃহস্পতিবার সকালে খেলতে নামেন মোহামেডানের হয়ে। নেমেই ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে দারুন এক সেঞ্চুরি তুলে নিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। শহীদ চান্দু স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ধলেশ্বরের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৯০ বলে ১৪৬ রানের দুর্দান্ত এক ইনিংস। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে মোহামেডান ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩০৭ রান। ৪৫ রান এসেছে শামসুর রহমানের ব্যাট থেকে। আশরাফুল হক নিয়েছেন ৩ উইকেট। দুটি উইকেট নিয়েছেন ফরহাদ রেজা।
জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ধলেশ্বর ৪৮.২ ওভারে সব উইকেট হারিয়ে তুলে ২৭৩ রান। ৩৪ রানে ম্যাচ জেতে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান : ৩০৭/৮, ৫০ ওভার (জুপিটার ১৩, দিলশান ২৫, থারাঙ্গা ১২, শামসুর ৪৫, রাজিন ১১, নবি ১৪৬, ধীমান ২৮, মাশরাফি ১১*; ফরহাদ রেজা ২/৭৯, আশরাফুল হক ৩/৪৭)।
প্রাইম দলেশ্বর : ২৭৩/১০, ৪৮.২ ওভার (মেহেদি ৫৫, সাম্পাত ৬৮, মমিনুল ২২, রওশন সিলভা ৩৪, সাব্বির ১৪, ফরহাদ রেজা ১৪, রবিউল ২৪*, তাইজুল ১৯; মাশরাফি ২/৩২, মুরাদ খান ৩/৫১, দিলশান ৩/৩৭)। ফল : মোহামেডান ৩৪ রানে জয়ী।
Discussion about this post