সাফ চ্যাম্পিয়নশিপ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। বুধবার নেপালের কাঠমান্ডুর দশরথে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে তারা। দলের দুই তারকা মুস্তাফা আজাদজয় আর সান্দজার আহমাদি হ্যাটট্রিক শিরোপা জিততে দেননি ভারতকে।
২০০৩ সালে ঢাকায় প্রথম তাদের অংশগ্রহণ। ষষ্ঠ আসরে অবশেষে শিরোপা ধরা দিল। ২০১১ সালে দিল্লিতে ফাইনালে গিয়েও জিততে পারেন নি তারা।
ফুটবলারদের এমন সাফল্যের আনন্দ ছড়িয়ে পড়ল আফগান রাজধানী কাবুলেও। গাড়ি নিয়ে তরুণরা বেরিয়ে পড়ে রাস্তায়। হাতে ছিল জাতীয় পতাকা আর মুখে রং। সঙ্গে বাধভাঙ্গা উচ্ছাস!
Discussion about this post