সবার আগে প্লে অফে উঠে এসেছিল সানরাইজার্স হায়দরাবাদ। একইভাবে সবার আগে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফাইনালে উঠার সুযোগও ছিল তাদের সামনে। কিন্তু একটুর জন্য হাত ফস্কে গেল। প্রথম দফায় ফাইনালের টিকিট পাওয়া হল না। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেছে সাকিব আল হাসানের দল। ফাফ ডু প্লেসিসের অসাধারন ব্যাটিংয়ে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে ধোনির চেন্নাই সুপার কিংস।
ডু প্লেসিসের ৪২ বলে ৬৭ রানের ইনিংসেই ৫ বল হাতে রেখে ধরা দেয় ২ উইকেটের নাটকীয় জয়।
প্লে-অফের এই ম্যাচে চেন্নাই টস জিতে আগে ফিল্ডিং করতে নামে। হায়দরাবাদ ৭ উইকেট হারিয়ে করে ১৩৯ রান। এরপর চেন্নাই ১৯.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। আইপিএলের ইতিহাসে সপ্তমবারের মতো উঠে যায় ফাইনালে।
ম্যাচটা সাকিবের জন্য কিচুতেই মনে রাখার মতো হল না। ২ ওভার বল করে ২০ রান দিয়েছেন তিনি। এর আগে ব্যাট হাতে ১০ বলে ১২ রান তুলেন।
ম্যাচের এক পর্যায়ে জয়ের পথেই ছিল সাকিবের দল। কারণ শেষ তিন ওভারে জিততে চেন্নাইয়ের দরকার ছিল ৪৩ রান। ১৮তম ওভারে দুই চার এক ছয়ে ১৫ তুলেন প্লেসিস। পঞ্চম বলে রানআউট হন হরভজন। তারপর মাঠে নেমে শার্দুল ঠাকুর শেষ ওভারের আগে ৫ বলে ১৫ রান করেন। আর প্লেসিস শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে উল্লাসে মেতে উঠেন।
এই হারে ফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে না সাকিবের সানরাইজার্সের। এলিমিনেটর ম্যাচে কলকাতা ও রাজস্থান রয়েলসের মধ্যকার জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন সাকিবরা। সেই ম্যাচে জিতলে ফাইনালে উঠে যাবে দলটি।
Discussion about this post