কিছুতেই এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা (আইপিএল) স্মরণীয় হল না মুস্তাফিজুর রহমানের। দলের জয়ে ভূমিকা রাখা হল না। দুই বছর আগের আসেই কাটার মাস্টারকে তেমন করে খুঁজেই পাওয়া গেল না। সেবার দুর্দান্ত বোলিং দিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে দিয়েছিলেন শিরোপা। কিন্তু এবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিছুই করা হল না।
শুরুতে প্রথম ৬ ম্যাচে একাদশে ছিলেন মুস্তাফিজ। একাধিকবার জয়ের নায়ক হওয়ার সুযোগ থাকলেও কিছুই করে দেখাতে পারেন নি। তারই পথ ধরে ৭ ম্যাচ মাঠের বাইরে রাখা হয় তাকে। শেষ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষেদলে ফিরেন তিনি। কিন্তু এবারো ব্যর্থ। ৪ ওভারে দিয়েছেন ৩৪ রান। উইকেট পাননি।
এবারের আইপিএলে ৭ ম্যাচে মুস্তাফিজ করেছেন ২৭.৩ ওভার। মোট রান দিয়েছেন ২৩০। যা ওভারপ্রতি গড়ে ৮.৩৬। সেরা বোলিং ফিগার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, ২৪ রানে ৩ উইকেট। সবচেয়ে বাজে পারফরম্যান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে, ৫৫ রানে ছিলেন উইকেট পাননি।
মুস্তাফিজের এবারের আইপিএল
# প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ে পক্ষে প্রথম ম্যাচে ৩.৫ ওভারে ৩৯ রানে তুলে নেন ১ উইকেট।
# সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান ৩ উইকেট নেন।
# দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
# রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দিয়ে উইকেটশূন্য।
# রাজস্থান রয়্যালসের বিপক্ষে কার্টার মাস্টার ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট।
# সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩.৪ ওভারে ১৮ রানে নেন এক উইকেট।
# দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রানে উইকেট পাননি।
Discussion about this post