তিনি যে বাংলাদেশ ক্রিকেট দলের পরামর্শক হচ্ছেন এটা নিশ্চিত ছিল আগেই। এবার সেই দ্বায়িত্ব পালনের অংশ হিসেবেই রাজধানী ঢাকায় গ্যারি কারস্টেন। এসেই ব্যস্ত হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। অবশ্য আরো দু’দিন পরই আসার কথা ছিল তার। কিন্তু আইপিএলে তার দর বেঙ্গালুরু আইপিএলের প্লে অফে উঠতে পারেনি। এজন্য আগেই ভারত থেকে ঢাকায় আসেন বাংলাদেশ জাতীয় দলের পরামর্শক কারস্টেন।
এখনই অবশ্য কাজে নেমে পড়বেন না তিনি। আপাতত হেড‘কোচ নিয়ে আলোচনা অার টাইগার ক্রিকেটকে পরবর্তী ধাপে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়; এই বিষয়ে বোর্ড কর্তা আর কোচিং স্টাফদের সঙ্গে কথা বলবেন তিনি।
আপাতত জাতীয় দলের জন্য একজন হেড কোচ খুঁজে দিতে বোর্ডকে সাহায্য করবেন কারস্টেন। জাতীয় দলের পরামর্শক হিসেবেই তাকে পেয়ে খুশি বিসিবি। আগামী দিনগুলোতে অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, বিসিবির পুরো কোচিং স্টাফ, অবকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রেসক্রিপশন দেবেন কারস্টেন।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজেই পরামর্শক কারস্টেনের মিশন শুরু হবে। তবে আপাতত ঢাকায় পা রেখেই ব্যস্ত হয়ে পড়েছেন কারস্টেন। এখন বিসিবির সঙ্গে তিনিও হেড কোচ খোঁজার মিশনে আছেন। চন্ডিকা হাথুরুসিংহে গতবছর দ্বায়িত্ব ছাড়ার পর থেকেই হেড কোচ শুন্য বাংলাদেশ ক্রিকেট।
Discussion about this post