অনেকটা জোর করেই তাকে টি-টুয়েন্টি ক্রিকেট থেকে বিদায় করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। এরপর অবশ্য ২০ ওভারের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজাকে ফেরাতে বেশ কয়েকবারই চেষ্টা করেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু টাইগারদের ওয়ানডে অধিনায়কের অভিমানের বরফ গলেনি।
আর এই সময়টাতে টি-টুয়েন্টি মাশরাফির অভাবটা বেশ টের পেয়েছে বাংলাদেশ। এনিয়ে আক্ষেপ ঝরল নির্বাচকদের কন্ঠে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগান সিরিজের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাশরাফির বিকল্প বের করা বাংলাদেশে কঠিন একটি কাজ। মাশরাফি সব ফরম্যাটে একজন অসাধারণ পারফরমার। দুর্ভাগ্যবশত মাশরাফি এখন টি-টুয়েন্টি খেলছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ওর মতো হয়তো পাচ্ছি না, তবে কাছাকাছি তৈরি করার সময় চলে এসেছে এখন। আমরা এখন একজন বোলিং অলরাউন্ডারের খোঁজে আছি। আগামী বিশ্বকাপের আগে অন্তত একজন বোলিং অলরাউন্ডার হিসেবে কাউকে না কাউকে খুঁজে পাব।’
এমনিতে মাশরাফির বিকল্প হিসেবে ভাবা হয়েছিল মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু তাকে নিয়ে হতাশ নির্বাচকরা। আবুল হাসান রাজুকে নিয়ে সন্তুষ্ট নন আরেক নির্বাচক হাবিবুল বাশার। এনিয়ে তিনি বলেন, ‘আমাদের মাথায় দুইজন বোলিং অলরাউন্ডার ছিল, একজন রাজু আরেকজন সাইফউদ্দিন। কিন্তু দুইজনের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পাইনি। যদিও তারা আমাদের চিন্তার বাইরে চলে যায়নি, সামনে আমাদের ‘এ’ দলের খেলা আছে, সেখানে আমরা তাদের দেখতে চাই। আসলে তারা কেমন করে। আমাদের হাতে সময় খুব বেশি নেই।’
Discussion about this post