সত্যিকার অর্থেই সময়টা ভাল যাচ্ছে না তাসকিন আহমেদ। এমনিতেই ইনজুরি বেশ ভোগাচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে বাজে ফর্ম। সব মিলিয়ে আলোচনার বাইরে চলে যাচ্ছেন এই পেসার। এ কারণেই বাদ পড়েছেন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ থেকে। তিনি ছাড়াও দলে নেই ইমরুল কায়েস।
অবশ্য এবার পিঠের চোটে পড়া তাসকিন জানিয়েছিলেন তিনি শতভাগ ফিট নন। পুনর্বাসন-প্রক্রিয়াতে আছেন এই পেসার। যদিও রোববার মিরপুরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন ফর্মে নেই বলেই বাদ তাসকিন। নিদাহাস ট্রফিতে দুটি ম্যাচে ১১.৩৩ ইকোনমিতে উইকেট পান মাত্র দুটি। বলেন, ‘দেখুন, চোট, পারফরম্যান্স দুইই তাসকিনকে বাদ দেওয়ার পেছনের কারণ। ও নিদাহাস ট্রফিতে গিয়েই চোটে পড়েছিল। তবে চোটটা বেশ আগের। চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছে তাসকিন। আমাদের বিশ্বাস হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সেরে উঠবে।’
তাসকিন আহমেদ নিজেও ফেরার লড়াইয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। মিরপুরে চলছে অনুশীলন। আফগান সিরিজ মিস হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ঠিকই ফিরতে চান তাসকিন।
Discussion about this post