চমক না দিয়ে অভিজ্ঞদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। নিদাহাস ট্রফিতে ভাল খেলাদেরই দলে রেখেছেন তারা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের নেই তাসকিন আহমেদ। একইসঙ্গে দলে রাখা হয়নি ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। রোববার দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।
মুশফিকুর রহীমের বিকল্প হিসেবে দলে উইকেটরক্ষক হিসাবে লিটন দাস থাকায় এবার দলে নেই নুরুল হাসান সোহান। ইমরুল কায়েস না থাকলেও দলে জায়গা পেলেন মোসাদ্দেক হোসেন। চোখে সংক্রমনের কারণে দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে মোসাদ্দেক ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলে আবারো ফিরেছেন।
আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরদুনে আফগানদের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ। এর আগে ২৯ মে দেশ ছাড়বে দলটি।
বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদ-উল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তফিজুর রহমান , রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, মেহেদী হাসান মিরাজ।
স্ট্যান্ডবাই : নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু ও নাঈম হাসান।
Discussion about this post