তাহলে এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না! এমন শঙ্কার কথা এবার শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, বিপিএল হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে। যদিও পরিস্থিতি এখন যা তাতে মনে হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে!
৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বরের মধ্য ঘরোয়া এ ক্রিকেট টুর্নামেন্ট করা যাচ্ছে না। কারণ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে। নির্বাচন সামনে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী ক্রিকেটে সময় দিতে পারবে কীনা সন্দেহ। পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া বিপিএল করার কথা ভাবতে পারছে না বিসিবি।
এ অবস্থায় জানুয়ারির দিকে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা রয়েছে বিসিবির। এনিয়ে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে কথা বলা শুরু করবেন আয়োজকরা। মোট কথা এ বছর বিপিএল অনিশ্চিতই হয়ে গেল। একইসঙ্গে ২০১৮ সালের জানুয়ারিতে জানুয়ারিতে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ের। জানুয়ারিতে বিপিএল হলে সেই সূচিটা পাল্টে যাবে! সেক্ষেত্রে এই সিরিজটা অক্টোবরেও হয়ে যেতে পারে।
Discussion about this post