বিশ্বকাপ নিয়ে মেতে উঠতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। রাস্তাতেও দেখা মিলছে আর্জেন্টিনা-ব্রাজিল কিংবা অন্য দলগুলোর পতাকা। আবার বিক্রি হচ্ছে জার্সি। ১৪ জুন শুরু হবে লড়াই। তার আগে মুশফিকুর রহীমও ফুটবল জ্বরে আছন্ন। তার ফ্যান পেজের এক বছর পূর্তিতে মিরপুরে সাকিব’স ৭৫ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে বার্সার ক্যাপে দেখা গেল তাকে।
বুৎসাহী একজন প্রশ্ন করলেন-বার্সেলোনার ক্যাপ মাথায় কেন? এমন প্রশ্নের পই জানা গেল আরেকটি তথ্য। মুশফিকের প্রিয় দল বার্সেলোনা কিংবা আর্জেন্টিনা নয়। তিনি যে দল সমর্থন করেন সেটি বাছাই পর্ব পেরিয়ে এবারের বিশ্বকাপেই আসতে পারেনি। দলটি নেদারল্যান্ডস। তবে লিওনেল মেসিই তার প্রথম পছন্দ।
মুশফিক বলেন, ‘আমি যে দলকে সাপোর্ট করি সেই দল বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। সেটি হল নেদারল্যান্ডস। তবে আমি মেসির খুব বড় ভক্ত। আমি চাই আর্জেন্টিনা অনেক দূরে যাক। আর যেন আমি মেসির খেলা বেশি দেখতে পারি।’
উমরাহ করে এসেছেন মুশফিক। তাই মাথায় ছোট চুল। পাশাপাশি বাইরে গ্রীস্মের গরম। কারণেই ক্যাপ নিয়ে চলাফেরা করেন মুশি।
Discussion about this post