হেড কোচ পেতে হন্যে হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দেখা নেই! একাধিকজনকে প্রস্তাব দিলেও সাড়া মিলেনি। আবার যারা কোচ হতে উন্মুখ হয়ে আছে তাদের গুরুত্ব দিচ্ছে না বিসিবি। এরই মধ্যে জানা গেল হেড কোচের তিনজনের একটি সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছেন ক্রিকেট কর্তারা। তাছাড়া দলের পরামর্শক আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন। এটা সবার জানা গেছে তিনি দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন।
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর হেড কোচ শুন্য বাংলাদেশ ক্রিকেট দল। প্রধান কোচের বিষয়টি এখনো সমাধান না হলেও দলের পরামর্শক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে অনেকটা চূড়ান্ত করে ফেলল বিসিবি। সব কিছু ঠিক থাকলে আগামী ২০-২১ তারিখে তাঁর বাংলাদেশে আসার কথা তার।
এখন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে আছেন কারস্টেন। এবারের আইপিএলে বেঙ্গালুরুর তাদের শেষ ম্যাচ আগামী ১৯ মে। তার একদিন পরই ঢাকা আসতে পারেন তিনি।
তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘সংক্ষিপ্ত তালিকা তৈরি করে ফেলেছি (প্রধান কোচের)। তেমন নাম করা কেউ নন। নামকরা যারা আছে, তারা হয় কোনো না কোনো দলের সঙ্গে জড়িত বা আইপিএল-বিগ ব্যাশের সঙ্গে জড়িত। আমরা চাচ্ছি লম্বা সময়ের জন্য। হাথুরুকে যখন আনি, তাকে তো সেভাবে কেউ চিনত না। অভিজ্ঞ, আমাদের জন্য ভালো হবে- এমন তিন-চারজনের একটা তালিকা করে রেখেছি। এখন পরামর্শকের (কারস্টেন) মতামতও জানা দরকার।’
তবে এটা ঠিক আগামী জুনে আফগানিস্তান সিরিজের আগে প্রধান কোচ পাচ্ছে না বাংলাদেশ।
Discussion about this post