কিছুতেই হেড কোচ পাচ্ছে না বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর অনেকের সঙ্গেই যোগাযোগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কেউই রাজী হননি। সামনেই আফগানিস্তান সিরিজ। এরইমধ্যে রোববার থেকে ক্রিকেটাররা শুরু করে দিয়েছেন প্রস্তুতি ক্যাম্প। তাইতো এখন প্রশ্ন সামনের সিরিজে হেড কোচ হবেন কে?
এরমধ্যে শ্রীলঙ্কা সিরিজে রিচার্ড হ্যালসল দায়িত্ব পালন করেই বিদায় নিয়েছেন। নিদাহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বাড়তি দ্বায়িত্বটা পালন করেছেন। তাহলে আফগানিস্তান সিরিজেএ কি ওয়ালশই হেড কোচ থাকবেন?
এনিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান বলেন, ‘আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন তারাই থাকবেন। শ্রীলঙ্কায় যারা যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্বেই থাকবেন। ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন।’
তবে আকরাম খান জানালেন, ‘ বোর্ড কোচ খুঁজছে। তবে শেষ সিরিজে কোচিং স্টাফের সবাই ভালো করেছেন, ওয়ালশও ভালো করেছেন। যেহেতু তিনি ভালো করেছেন, তাই তিনিই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’
এদিকে জানা গেছে, সোহেল ইসলাম আফগানিস্তান সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন।
Discussion about this post