বিশাল এক আয়োজন। টুর্নামেন্টে অংশ নিয়েছে ৫৫৪টি স্কুল। ৯৭৯ ম্যাচ শেষে হাসি বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ক্রিকেটারদের মুখে। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসবে তারাই চ্যাম্পিয়ন। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে রোববার সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুলকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে বগুড়া পুলিশ লাইন্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটা অবশ্য তেমন জমেনি। ৩২.৪ ওভারে মাত্র ৯০ রানে অলআউট হয় জুবিলি হাই স্কুল। এসআই তামিম করেন ১৫ রান, ওপেনার জুয়েব মামুন তুলেন ১৩। বগুড়া পুলিশ লাইন্সের রাকিবুল ইসলাম সজিব ৯ ওভারে ১৮ রানে পেয়েছেন ৩ উইকেট। আরাফাত ইসলাম নেন ২০ রানে ৩ উইকেট।
জবাবে বগুড়া পুলিশ লাইন্স ৪ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়। ১৮ রান করে ফাইনালের সেরা ক্রিকেটার পুলিশ লাইন্সের রাকিবুল ইসলাম সজিব। একটি সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪২৭ রান করে এবারের আসরের সেরা ব্যাটসম্যান মানিকগঞ্জ মডেল হাই স্কুলের রেজাউল ইসলাম। একইসঙ্গে ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তিনিই। ২৮ উইকেট নিয়ে সেরা বোলার চট্টগ্রাম সানশাইন গ্রামার স্কুলের মোর্শেদ আলম।
Discussion about this post