আগামী দিনের সাকিব-তামিমদের পরিচর্যা করতে ভুল করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো একটা বিশ্বকাপ শেষ হতেই আরেকটির পরিকল্পনা শুরু হয়ে গেছে। সামনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশের প্রস্তুতির প্রথম ধাপ শুরু হচ্ছে। তিন সপ্তাহের প্রাথমিক স্কিল ক্যাম্পে ডাকা হল ৩০ ক্রিকেটারকে। বলা দরকার, ২০২০ সালের যুব বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়।
সোমবার থেকে ৩ জুন পর্যন্ত স্কিল ক্যাম্প হবে সাভারের বিকেএসপিতে। দলে ডাক পাওয়াদের মধ্যে রয়েছেন শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও বিসিএলে উত্তরাঞ্চলের হয়ে দুর্দান্ত খেলা রাজশাহীর ১৬ বছর বয়সী পেসার শরিফুল ইসলাম।
অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান শামিম পাটোয়ারিও আছেন দলে। শামিম অবশ্য বিকেএসপিরই ছাত্র।
প্রাথমিক দল-
ওপেনার: মো. প্রান্তিক নওরোজ (বিকেএসপি), সাজিদ হাসান (ঢাকা দক্ষিণ), মোহাম্মদ তাহসিন (বরিশাল), প্রিতম কুমার (রাজশাহী)।
মিডল অডার: আলভি হক (চট্টগ্রাম), পারভেজ হোসেন ইমন (বিকেএসপি), মাহমুদুল হাসান জয় (বিকেএসপি), অমিত হাসান (ঢাকা মেট্রো), শামিম পাটোয়ারি (বিকেএসপি), ফজলে রাব্বি (বিকেএসপি), সাজ্জাদ শাহরিয়ার (বিকেএসপি), সিফাদ সাদিক খান (ঢাকা দক্ষিণ), আব্দুল্লাহ আল মামুন (রংপুর)।
স্পিনার: মেহেদি হাসান (খুলনা), রকিবুল হাসান (ঢাকা মেট্রো), রকিবুল আতিক (ঢাকা উত্তর), মিনহাজুর রহমান (ঢাকা দক্ষিণ), নাঈম হাসান সাকিব (সিলেট), মুজাক্বির হোসেন (সিলেট)।
অলরাউন্ডার: শাহদাত হোসেন দিপু (চট্টগ্রাম), এনামুল কবির (খুলনা), রিশাদ হোসেন (রংপুর), মৃত্যুঞ্জয় চৌধুরী (ঢাকা মেট্রো), অভিষেক দাস অরন্য (খুলনা), তানজিল হোসেন সাকিব (বিকেএসপি)।
পেসার: রুবেল আহমেদ (সিলেট), শরিফুল ইসলাম (রাজশাহী), আসাদুল্লাহ হিল গালিব (রংপুর), শাহিন আলম (বিকেএসপি), মেহেদি হাসান (চট্টগ্রাম)।
Discussion about this post