কথা রেখেছেন রুমানা আহমেদ। তামিম ইকবালের কাছ থেকে পাওয়া ব্যাটে শতরান করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই খেলোয়াড়। এইতো সেদিন দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে তাকে এই ব্যাটটি দিয়েছিলেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়া থেকে আনা দুটি ব্যাটই চুরি যায় রুমানার। এ খবর শুনে বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ককে ব্যাট উপহার দেন টাইগার ওপেনার। তার সেই ব্যাট দিয়েই বুধবার প্রোটিয়া সফরে প্রস্তুতি ম্যাচে নর্থ ওয়েস্ট উইমেন দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন রুমানা।
১৩০ বল ১২টি চারে শতরান পূর্ণ করেন রুমানা। ১৪৪ বল ২০টি চারে ১৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার সঙ্গে ১৪৩ বলে ১০টি চারে ১০২ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক। এরই পথ ধরে বাংলাদেশ পায় ২৭০ রানের বড় সংগ্রহ। রুমানা ও ফারজানার তৃতীয় উইকেট জুটিতে দল পায় ২৬২ রান।
পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে অবশ্য দলীয় চার রানেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুন। তারপরই এক প্রান্ত আগলে রেখে ফারজানা খাতুনকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়েন রুমানা। দু’জনই তুলে নেন সেঞ্চুরি।
Discussion about this post