মহা তারকা বলে কথা! তার ভক্তের অভাব না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কিছু ভক্ত আছেন যারা খোদ সেই তারকাটির নজর কেড়ে নেন। তেমনই এক নারী ভক্তকে এবার সময় দিলেন মহেন্দ্র সিং ধোনি। না তার সুখের সংসারে আগুন লাগে নি। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে বেশ ভালই আছেন ভারতের সাবেক অধিনায়ক। কিন্তু এবার আইপিএলে ধোনি পেলেন নতুন এক ভক্তের দেখা। মুম্বাইয়ের বিপক্ষে শনিবার চেন্নাইয়ের ম্যাচে গ্যালারিতে বসে থাকা বিষণ্ণ সুন্দরীকে টিভি পর্দায় দেখেছেন অনেকেই।
চেন্নাইয়ের হারে কাঁদছিলেন সেই সুন্দরী। তারপরই প্রশ্ন উঠছিল তিনি কে? কি তার পরিচয়? অবশেষে সেই গ্ল্যামার ছড়ানো তরুনীর পরিচয় মিলল। ধোনির এই ভক্তের নাম মালতী চাহার। তিনি চেন্নাইয়ের ওপেনিং পেসার বোলার দীপক চাহারের বোন।
মহেন্দ্র সিংহ ধোনির বড় একজন ভক্ত মালতী। সোশাল মিডিয়ায় তার পেইজে ধোনির ছবি সেটাই জানান দিচ্ছে। অবশ্য শুধু দীপক নন, মালতীর দুই সহোদরই আইপিএলে খেলছেন। দীপক চেন্নাইয়ে। মুম্বাইয়ের হয়ে খেলছেন আরেক ভাই রাহুল চাহার।
Discussion about this post