ক্রিকেটে নতুন ছন্দ নিয়ে এসেছে ১০০ বলের ম্যাচ। এই প্রস্তাবটা অনেক আগেই দিয়েছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ ফরম্যাটে ঘরোয়া লিগে প্রথম কোন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল তারা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাজিমাত করছে। বুধবার থেকে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় তৃতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মিলনমেলা জমবে পর্যটন নগরী কক্সবাজারে। এই টুর্নামেন্টটি হবে ১০০ বলে।
এবার মাস্টার্স ক্রিকেট কার্নিভালে অংশ নেবে পাঁচ দল। প্রতিটি দল ১০০ বল খেলার সুযোগ পাবে। ১৫ ওভার হবে সাধারণ নিয়মে। শেষ ওভারটি হবে ১০ বলের। এরইমধ্যে এ টুর্নামেন্টে মাঠে নামতে উচ্ছ্বসিত সাকেব ক্রিকেটাররা।
ইনজুরির জন্য হাবিবুল বাশার সুমন খেলতে পারবেন না এই টুর্নামেন্টে। জাতীয় দণলের সাবেক অধিনায়ক জানাচ্ছিলেন, ‘এটা অবশ্যই দারুণ একটা আয়োজন হবে। ১০০ বলের খেলা এর আগে কখনো হয়নি। যারা খেলবে তারা অবশ্যই মজা পাবে। আমি ম্যাচগুলো দেখতে মুখিয়ে আছি।’
খালেদ মাসুদ পাইলট ১০০ বলের ক্রিকেট নিয়ে বলেন, ‘এটা কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ১০০ বল একেবারে নতুন কিছু। আসলে ম্যাচ না খেললে বোঝাই যাচ্ছে না কী হতে যাচ্ছে। তবে এতটুকু বলতে পারি সবাই খেলে খুব মজা পাবে।’
জাতীয় দল, ‘এ’ দল ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যারা কমপক্ষে ৫ বছর খেলেছেন, তাদের অংশগ্রহণে তৃতীয়বারের মতো হবে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০১৮ পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট’। টুর্নামেন্টের ফাইনাল ৫ মে।
Discussion about this post