এবার একাদশ থেকেই ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নিজেদের প্রথম ছয় ম্যাচেই ছিলেন একাদশে। কিন্তু শনিবার পুনেতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে বাঁহাতি পেসারকে রাখেনি মুম্বাই। তার জায়গায় খেলছেন অস্ট্রেলিয়ার বেন কাটিং। প্রথমবারের মতো এবারের আসরে বাদ পড়লেন মুস্তাফিজ।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মুস্তাফিজ উইকেট নিয়েছেন ৭টি। একটি উইকেট পেতে তাঁকে খরচ করতে হয়েছে ২৮ রান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাছ থেকে তেমন একটা সমীহ পাচ্ছেন না তিনি। ২০টিরও বেশি বল খরচ করেছেন একটি উইকেট পেতে। নামের সঙ্গে যোগ হয়ে গেলো ‘বাজে ফিল্ডার’। একের পর এক ক্যাচ ছেড়ে দেয়ার ফলে মুম্বাইকেও ম্যাচ থেকে দিয়েছেন দ্য ফিজ।
এ কারণেই কাটা গেল তার নাম। একইসঙ্গে শনিবারের ম্যাচে নেই বাজে ব্যাটিং করতে থাকা ক্যারিবীয় ক্রিকটোর কাইরন পোলার্ড। এবারের আইপিএলে সময়টা মোটেও ভাল যাচ্ছে না মুম্বাইয়ের। ৬ ম্যাচে জয় পেয়েছে মাত্র একটিতে।
Discussion about this post