আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে নতুন করে ঝামেলা বেধেছে ভারতীয় ক্রিকেট কর্তাদের। বোর্ড সভায় আইসিসি জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ করতে চায়। সভায় অনুমোদন দেওয়া হয় ২০১৯-২০২৩ সালের পাঁচ বছর ব্যাপী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)। এরপরই সমস্যা তৈরি হল।
হঠাৎ করেই বেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারা ওয়ানডে ফরম্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন চায়। আর সেটা না হলে আসরের স্বাগতিক তো হবেই না, এমন কী অংশগ্রহণ না করার হুমকিও দিল তারা। যদিও আইসিসি এরপরও নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে আইসিসি। জানা গেছে ভারত ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব না নিলে আয়োজক হতে পারে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বলে জানিয়েছে। আর টানা দুই বছরে দুইটি টি-টুয়েন্টি বিশ্বকাপ হবে। যা এর আগে হয়েছে ২০০৯ ও ২০১০ সালে।
এমনিতে ২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে উন্মুখ হয়ে ছিল স্বাগতিক ভারত। কিন্তু আইসিসির সিদ্ধান্তের হুমকির মুখে পড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত! ভারতের ”না” বলাতে নিশ্চয়ই খুশিই হবে বাংলাদেশ।
Discussion about this post