সর্বশেষ তিন আসরের এশিয়া কাপ সফলতার সঙ্গে আয়োজন করায় বাংলাদেশের পক্ষে ভোট দিচ্ছিলেন অনেকেই। কিন্তু টানা চতুর্থবারের মতো বাংলাদেশে বসছে না এশিয়া কাপ। এ টুর্নামেন্টের নতুন আসর এবার হবে সংযুক্ত আরব আমিরাত। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ার জায়ান্টরা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতে।
টি-টুয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় গত এশিয়া কাপ হয়েছিল ২০ ওভারের। কিন্তু এবার আগের মতোই এ টুর্নামেন্ট হবে ৫০ ওভারের।
এশিয়া কাপে এবার খেলবে ৬টি দেশ। তার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান সরাসরি অংশ নিবে। সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল এবং ওমানের থেকে যেকোনো একদল ষষ্ঠ দল হিসেবে যোগ দিবে এশিয়া কাপের মূল আয়োজনে।
Discussion about this post