ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেকটা মনে রাখার মতোই হল সাকিব আল হাসানের। প্রথম ম্যাচেই বল হাতে সাফল্য পেলেন এই বাঁহাতি স্পিনার। তুলে নিয়েছেন ২ উইকেট। তারই পথ ধরে সোমবার রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সহজ জয় পায় সানরাইজার্স।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৫ রান তুলে রাজস্থান। সর্বোচ্চ ৪৯ রান স্যামসনের। এরপর শিখর ধাওয়ানের অপরাজিত অর্ধশতকে ৯ উইকেটের অনায়াস জয় তুলে নেয় হায়দরাবাদ। ২৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙর করে সাকিবের দল।
ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চতুর্থ ওভারে বল হাতে নেন সাকিব। প্রথম দুই ওভারে দেন ১২ রান। তৃতীয় ওভারে ৮ রান। এরপর চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে জোড়া আঘাতে রাজস্থানের ব্যাটসম্যানকে ফোরন সাকিব। রাহুল ত্রিপাঠীর পর সাজঘরের পথ দেখান সঞ্জু স্যামসনকে।
সব মিলিয়ে ৪ ওভারে সাকিব ২৩ রানে নিয়েছেন ২ উইকেট।
Discussion about this post