পৃথীবির সবচেয়ে মধুর সম্পর্কের একটি বাবা-কন্যা। শাহরুখ খান-সুহানার ছবিগুলো দেখে ফের যেন তাই মনে হচ্ছে। রোববার ইডেন গার্ডেনের ম্যাচে নিজ দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে যান কিং খান। সঙ্গে ছিলেন কন্যা সুহানা।
ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪ উইকেটে জয় দিয়ে এবারের আইপিএল শুরু করল কলকাতা।
সেই ম্যাচে গ্যালারিতে বাবা-মেয়ে জুটির কিছু দৃশ্য দেখে নিন এবার। নিশ্চিত মন ভাল করে দেওয়া ছবি!
Discussion about this post