বয়সটাও তেমন আহামরি কিছু হয়নি। ৩৭ পেরিয়েছেন। ফিটনেসটাও এই বয়সে বেশ ধরে রেখেছেন মাইকেল ক্লার্ক। তাইতো বল টেম্পারিংয়ে বিপর্যস্ত দলকের পাশে দাঁড়াতে চাইছেন তিনি। ২০১৫ সালে সবশেষ দেশের জার্সি জড়িয়ে মাঠে নেমেছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানিয়েছেন প্রয়োজনে ফিরতে প্রস্তুত। অপেক্ষায় রয়েছেন এখন সংস্থাটির সবুজ সংকেতের। জানালেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ডাকলেই সাড়া দেব আমি।’
বল টেম্পারিংয়ের দায় নিয়ে নিষিদ্ধ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যনক্রফট। এরমধ্য সিনিয়র দু’জনকে ১ বছরের জন্য পাঠিয়ে দেয়া হয়েছে মাঠের বাইরে। এ অবস্থায় অজি ক্রিকেট দল আছে চাপে। নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। দলের প্রয়োজনে হাত বাড়িয়ে দিলেন ক্লার্ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যকারের দায়িত্বে রয়েছেন ক্লার্ক। আবারও জাতীয় দলে ফেরার ইচ্ছাটা সেখানে প্রকাশ করেন এ ডানহাতি ব্যাটসম্যান। বলেন, ‘আমি চাই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে সাহায্য করতে। বয়স নিয়ে আমি ভাবিই না। এটা নিছকই একটা সংখ্যা মাত্র। দেখেন ব্রাড হজ ৪৫ বছর বয়সে খেলে যাচ্ছেন।’
১১৫ টেস্ট খেলা ক্লার্ক জানান, ‘আমার অর্জিত অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। যাতে তারা চাঙ্গা হতে পারে আর দলের প্রয়োজনে ভাল খেলতে পারে।’
Discussion about this post