কোন অভিযোগ না রেখেই শাস্তিটা মেনে নিলেন স্টিভেন স্মিথ। কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ে দায়ে ১২ মাসের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন না সদ্য সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানালেন তিনি। তবেআপিল করতে পারেন একই ঘটনায় অন্য দুই নিষিদ্ধ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আর ক্যামেরন ব্যানক্রাফট।
স্মিথ ফের অজি জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামতে চান। টুইটারে তিনি লিখেছেন, ‘ঘটনাটা পেছনে ফেলতে আর আবারও দেশের জার্সিতে ফিরতে আমি যে কোনো কিছু ছাড়তে রাজি। সাজার বিপক্ষে আমি আপিল করব না। সিএ এই শাস্তি দেওয়ার মধ্য দিয়ে কঠিন বার্তা দিতে চেয়েছে এবং আমি তা মেনে নিয়েছি।’
এদিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) সভাপতি গ্রেগ ডায়ার জানান, ‘একই অপরাধে অতীতে সবচেয়ে কঠোর শাস্তি যেখানে দু’টি ওয়ান ডে-তে নিষেধাজ্ঞা, সেখানে স্মিথদের এই শাস্তি অনেক বেশি কঠোর। ওদের সঙ্গে সারা অস্ট্রেলিয়াও কেঁদেছে। এতেই বোঝা যায় ওরা কতটা অনুতপ্ত। প্রাপ্য শাস্তিটা ওরা এভাবেই পেয়ে গিয়েছে।’
সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ ফিরবেন আগামী বছর এপ্রিলে। অজিদের বিশ্বকাপে দলে সুযোগ পেতে তিনি সময় পাবেন দুই মাস।
Discussion about this post