সত্যিকার অর্থেই সময়টা খারাপ যাচ্ছে অস্ট্রেলিয়ার। বল টেম্পারিংয়ে জড়িয়ে এমনিতেই নিষিদ্ধ হয়েছেন দলের তিন ক্রিকেটার। স্টিভেন স্মিথ আর ডেভিড ওয়ার্নারদের মতো ব্যাকফুটে অজিরাও। মঙ্গলবার তাদের ৪৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয়ের উৎসব করল দক্ষিণ আফ্রিকা। এটি টেস্ট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়গুলোর মধ্যে একটি। অজিদের বিপক্ষে প্রোটিয়াদের সেরা তো বটেই!
সবচেয়ে বড় ব্যাপার হল- দক্ষিণ আফ্রিকার মাটিতে গত ৪৮ বছরে টেস্ট সিরিজ হারেনি অজিরা। এবার সেই সোনার হরিণের দেখা মিলল। ওয়ান্ডারার্সে এমন জয় স্বস্তির পরশ বুলিয়ে দিল প্রোটিয়াদের। ১৯৩৪ সালের পর যে কোনো দলের সবচেয়ে বড় জয় এটি।
৫০০ রানের বেশি ব্যবধানে হারের রেকর্ড টেস্ট ইতিহাসে রয়েছে তিনবার। এর মধ্যে সবচেয়ে বড় জয়টি ১৯২৮ সালে ইংল্যান্ডের। এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৬৭৫ রানে জিতে ইংলিশরা।
দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় জয়টি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০০৭-০৮ মৌসুমে ৩৫৮ রানে জিতে প্রোটিয়ারা।
মর্নে মর্কেলের বিদায়ী টেস্টে জয় উপহার দিলেন তার সতীর্থরা। আর কোচ ড্যারেন লেম্যান হারের লজ্জা নিয়ে শেষ করছেন অজিদের হয়ে তার কোচিং ক্যারিয়ার।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৮৮/১০ ও ২য় ইনিংস: ৩৪৪/৬ ডিক্লে.
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২২১/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ৬১২) ৪৬.৪ ওভারে ১১৯ (রেনশ ৫, বার্নস ৪২, খাওয়াজা ৭, হ্যান্ডসকম ২৪, শন ৭, মিচেল ০, পেইন ৭, কামিন্স ১, লায়ন ৯, সেয়ার্স ০, হেইজেলউড ৯*; রাবাদা ০/১৬, ফিল্যান্ডার ৬/২১, মহারাজ ১/৪৭, মর্কেল ২/২৮, মারক্রাম ০/৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৪৯২ রানে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা: ভার্নন ফিল্যান্ডার
সিরিজসেরা: কাগিসো রাবাদা
Discussion about this post