ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অবনমন আটকানোর ম্যাচে সেঞ্চুরি পেলেন অগ্রনী ব্যাংক ক্রিকেট দলের শাহরিয়ার নাফীস। তার আগে অবশ্য কলাবাগান ক্রীড়া চক্রের বিপদের মুহূর্তে দারুণ ব্যাটিং করেন মোহাম্মদ আশরাফুল। দেখা পান এবারের লিগের চতুর্থ সেঞ্চুরি। বল হাতেও সফল ছিলেন তিনি। কিন্তু দিন শেষে তাকে ছাপিয়ে নায়ক বনে যান নাফীস।
বৃহস্পতিবার বিকেএসপিতে আশরাফুলের অপরাজিত ১০৩ ও তাইবুর রহমানের ৮২ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৪৬ রান করে কলাবাগান। কিন্তু শাহরিয়ার নাফীসের ১০৯ ও সালমান হোসেনের ৮৩ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে অনেকটাই এসেখেলে জিতে অগ্রনী ব্যাংক।
শাহরিয়ার খেলেন ১৪২ বল। ১০৯ রানে সাজঘরে ফেরেন তিনি। আবাহনী লিমিটেডের বিপক্ষে ১২১ রানের দারুণ ইনিংস খেলেছিলেন।
কলাবাগানের হয়ে আশরাফুল ও নাহিদ হাসান নিয়েছেন ২টি করে উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল কলাবাগান। এরপর দলের হাল ধরেন আশরাফুল। চতুর্থ উইকেটে তাইবুর রহমানকে নিয়ে তিনি গড়েন ১৬৩ রানের দারুণ জুটি। ৯৩ বলে ১০টি চারের সাহায্যে ৮২ রান করেন তাইবুর। ১৩৭ বলে ৮ চার ও ২ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন আশরাফুল।
এবারের লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন আশরাফুলের। চার সেঞ্চুরি করে এ ডানহাতি ব্যাটসম্যান পেছনে ফেলেছেন লিটন দাসকে। টানা দুই সেঞ্চুরির আগে অগ্রণীর বিপক্ষেই তিনি একটি সেঞ্চুরি করেছিলেন।
Discussion about this post