অবশেষে সম্মতি মিলেছে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তাবকে ইতিবাচভাবেই নিয়েছেন গ্যারি কারস্টেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হচ্ছেন তিনি। আইপিএলের পরই তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হবে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
গত বছর চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই হাই প্রোফাইলের হেড কোচ খুঁজছে বিসিবি। কারস্টেনের অন্তভুর্ক্তি সেই অভাব কিছুটা হলেও দুর করে দেবে। এর মধ্যে শ্রীলঙ্কা ও ত্রিদেশীয় সিরিজে কোচ ছাড়াই খেলেছে টাইগাররা। এমন কী নিদাহাস ট্রফিতে টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ হেড কোচের দায়িত্বে ছিলেন। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ কারস্টেনকে পেয়ে খুশি হতেই পারেন সাকিব-মাশরাফিরা।
দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটসম্যানের কোচিং ক্যারিয়ারে অনেক অর্জনই যোগ হয়েছে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন কারস্টেন। মহেন্দ্র সিং ধোনিদের জেতান বিশ্বকাপ। তারপরই ভারতের সঙ্গে চুক্তি নবায়ন না করে ফিরে যান দেশে। দুই বছর (২০১১-২০১৩) দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচ ছিলেন। এখন হোবার্ট হ্যারিকেনের প্রধান কোচ কারস্টেন। একইভাবে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসেবে আছেন তিনি।
Discussion about this post