ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার শুরু আসল লড়াই। ১২টি দল থেকে ৬টি দল পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থেকে নিশ্চিত করেছে সুপার সিক্স। তাদের নিয়ে শনিবার থেকে শুরু হবে সুপার লিগের খেলা। প্রথম দিনই রয়েছে তিনটি ম্যাচ। বিকেএসপিতে লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড লড়বে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।
সুপার সিক্সের দ্বিতীয় পর্বের লড়াই দিয়েই ২০১৭-১৮ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ফয়সালা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল আবাহনী। দারুণ ছন্দে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান দুইয়ে। চলতি লিগের শিরোপার অন্যতম দাবিদার দলটি। এরইমধ্যে ব্যাট-বলে দাপটে বুঝিয়ে দিয়ে শিরোপা পুনরুদ্ধারে তারা প্রস্তুত।
ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ম্যাচ হয়েছে একদিন পরপর। কিন্তু সুপার সিক্সে দুইদিন গ্যাপ থাকছে। একদিন রিজার্ভ ও একদিন রিকোভারি ডে থাকছে। এমন কী টেলিভিশনে কয়েকটি ম্যাচ সরাসরি সম্প্রচারের কথাও শোনা যাচ্ছে।
সুপার সিক্সের প্রথম রাউন্ডের সূচি
২৪ মার্চ, প্রথম রাউন্ড
লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব: বিকেএসপি-৩
গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম আবাহনী লিমিটেড : মিরপুর শেরেবাংলা
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি বনাম প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ফতুল্লা
Discussion about this post