মেঘ-রোদের লুকোচুরির সঙ্গে অঝোর ধারার বৃষ্টি! শেষ পর্যন্ত বৃষ্টির দাপটে অকল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন খেলা হয়েছে মাত্র ২৩.১ ওভার। এরইমধ্যে কেন উইলিয়ামসন গড়েছেন নতুন এক রেকর্ড। স্বদেশী মার্টিন ক্রো, রস টেলরের সঙ্গে দেশের হয়ে যৌথ সর্বোচ্চ ১৭ সেঞ্চুরির রেকর্ডটা এতদিন তাঁরই ছিল। শুক্রবার অকল্যান্ডে ১৮তম সেঞ্চুরিতে ছাড়িয়ে গেলেন ওই দু’জনকে। প্রথম দিন শেষে উইলিয়ামসন অপরাজিত থাকেন ৯১ রানে। শুক্রবার রেকর্ড গড়ে ফিরেন ১০২ রানে। নিউজিল্যান্ড দিন শেষে তুলে ৪ উইকেটে ২২৯ রানে। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ১৭১ রানে।
এর আগে পেসার ট্রেন্ট বোল্টের সুইং তোপে ইংল্যান্ড ৫৮ রানে অলআউটের লজ্জায় পড়ে। তারপর নিউজিল্যান্ড দিন শেষ করে ৩ উইকেটে ১৭৫ রানে। কেন উইলিয়ামসন ৯১ ও হ্যানরি নিকোলস অপরাজিত ছিলেন ২৪ রানে। এদিন সকালে এক ঘন্টা না যেতেই নামে বৃষ্টি। ম্যাচ বন্ধের আগে অবশ্য রেকর্ড ১৮তম সেঞ্চুরি পূরণ করে ফেলেছিলেন উইলিয়ামসন। ৬৪ টেস্টেই করলেন কীর্তিটা। মার্টিন ক্রো ৭৭ ও রস টেলরের ৮৪ টেস্টে সেঞ্চুরি ১৭টি।
প্রথম দফা খেলা বন্ধের সময় উইলিয়ামসন ১০০ রানে ও নিকোলস মাঠ ছাড়েন ৩৬ রানে অপরাজিত থেকে। বৃষ্টিতে চা বিরতির আগে শুরু হয়নি ম্যাচ।
চা বিরতির এক ওভার পরই নতুন বল নেয় ইংল্যান্ড। এর পাঁচ ওভারের মধ্যে পেয়ে যায় দিনের একমাত্র উইকেটের দেখা। ২২০ বলে ১১ বাউন্ডারি ১ ছক্কায় ১০২ করা উইলিয়ামসন এলবিডাব্লিউ জেমস অ্যান্ডারসনের বলে। রিভিউ নিয়েও কাজ হয়নি কোন। অধিনায়ক ফেরার পর বাকি সময়টা অনায়াসে কাটিয়ে দিয়েছেন হ্যানরি নিকোলস ও বিজে ওয়াটলিং। এ সিরিজের আগে টেস্টে নিকোলসের সবশেষ পাঁচ ইনিংস ৭, ০, ৬৭,
নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরি
ব্যাটসম্যান টেস্ট রান ১০০ গড়
কেন উইলিয়ামসন ৬৪ ৫৩১৬ ১৮ ৫১.১১
মার্টিন ক্রো ৭৭ ৫৪৪৪ ১৭ ৪৫.৩৬
রস টেলর ৮৪ ৬২৬৬ ১৭ ৪৭.৮৩
জন রাইট ৮২ ৫৩৩৪ ১২ ৩৭.৮২
ব্রেন্ডন ম্যাককালাম ১০১ ৬৪৫৩ ১২ ৩৮.৬৪
Discussion about this post