ঢাকা প্রিমিয়ার লিগের লিগের প্রাথমিক পর্ব শেষ। ২৪ মার্চ থেকে সেরা ছয় দল নিয়ে শুরু হবে সুপার লিগ। যেখানে রিজার্ভ ডে’র পাশাপাশি আছে রিকভারি ডে। এ অবস্থায় খেলার জন্য পর্যাপ্ত বিশ্রাম-প্রস্তুতির জন্য ক্রিকেটাররা দুদিন করে সময় পাবেন। বর্ষা মৌসুম এসে যাওয়ায় রিজার্ভ ডে রাখা হয়েছে। একইভাবে রিজার্ভ ডের পরও একটি দিন অনুশীলন-বিশ্রামের জন্য পাবেন ক্রিকেটাররা। প্রিমিয়ার লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম)পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
সুপার লিগের তারিখ ঠিক হলেও ম্যাচের সূচিই চূড়ান্ত করেনি সিসিডিএম। তবে এরইমধ্যে জানা গেছে ম্যাচের ভেন্যু হবে মিরপুর, বিকেএসপি আর ফতুল্লা।
সুপার লিগে খেলার টিকিট পেয়েছে- আবাহনী লিমিটেড (১৬ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৪ পয়েন্ট), খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (১৪ পয়েন্ট), প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (১৩ পয়েন্ট), গাজী গ্রুপ ক্রিকেটার্স (১২ পয়েন্ট) আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১২ পয়েন্ট)।
পয়েন্ট টেবিলের নীচে থাকা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (৮ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (৮ পয়েন্ট), কলাবাগান ক্রীড়া চক্রকে (৪ পয়েন্ট) নিয়ে ২৫ মার্চ শুরু রেলিগেশন লিগ। যে দুটি দল পয়েন্ট টেবিলের তলানিতে থাকবে তাদের আগামী মৌসুমে নেমে যাবে প্রথম বিভাগে। একইভাবে প্রথম বিভাগ লিগের সেরা দুই দল আগামী মৌসুম খেলবে প্রিমিয়ার লিগ।
সুপার লিগে না উঠতে পারলেও আসছে লিগের জন্য প্রিমিয়ারে টিকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (১১ পয়েন্ট) , শাইনপুকুর ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট) ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট)।
প্রথম রাউন্ডের পয়েন্ট ও সুপার লিগে প্রাপ্ত পয়েন্টের যোগফলে যারা এগিয়ে থাকবে, তারাই পাবে চলতি মৌসুমের শিরোপা। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স।
Discussion about this post